জ্বীন The Jinne
জ্বীন The Jinne
২০১৫
সালের ঘটনা আমি তখন
নোয়াখালীর মাইজদী গ্রামে নানার বাড়িতে পড়াশোনা করতাম। তখন রমজান মাসের
১৪ কি ১৫ রোজার
ঘটনা। রাত তখন ১১টা
আমি বাজার করে বাড়ি ফিরছিলাম।
মাইজদী গ্রামের রশিদ কলোনি নামের
একটা জায়গা আছে যারা মাইজদী
নোয়াখালী থাকেন তারা জানেন। তো
বাজার শেষ করে রশিদ
কলোনি কাছে এসে হেটে
যাচ্ছিলাম দোকান পাট প্রায় বন্ধ।
রাস্তায় কয়েকটি কুকুর ডাকছে। আমি হেটে যাচ্ছি
উল্লেখ্য আমার বাজারের ব্যাগে
গরম বিড়িয়ানি ছিল। আমার মনে
হলো আমার পিছন পেছন
কেউ হেটে আসতেছে আমি
পিছনে তাকিয়ে দেখি কেউ নেই।
রাস্তা ফাকা সামনে তাকিয়ে
দেখি সাদা জুব্বা পড়া
একজন লম্বা লোক দাঁড়িয়ে আছে... (ভিডিও)
মুখ উজ্জল জ্বল জ্বল করছে চেহারা দেখতে মানুষ মতোই লম্বা সাদা দাড়ি অন্ধকারেও স্পষ্ট বুঝা যাচ্ছে৷ একটা সালাম দিয়ে আমাকে বললো কিছু খাইনি, পথ হারিয়ে এখানে এ রাস্তা চলে এসেছি আমার সাথিরা সবাই চলে গেছে আমি খুব ক্লান্ত বাবা, ব্যাগের বিরিয়ানি টা আমাকে খেতে দিলে আমার গন্তব্যে রওয়ানা দিব। আমি তো আকাশ থেকে পড়লাম আমার ব্যাগে বিড়িয়ানি কিভাবে জানলো আমি তখন মনে করেছিলাম উনি হয়তো ফেরেস্তা আমাকে পরীক্ষা করতে আসছে.. আমি তাড়াতাড়ি সালামের উত্তর দিয়ে সাদরে আমার বিড়িয়ানি প্যাকেট দিয়ে দিলাম।
আমাকে কিছু না বলেই সোজা হাটা শুরু করলো আমি ও পিছন এ যাবার সাহস পায়নি কিন্তু দাঁড়িয়ে দেখেছিলাম উনি হাটতে হাটতে যেন উপরের দিকে উঠতে লাগলো আর হঠাৎ মিলিয়ে গেল। আমার ঘটনা টা এখানেই শেষ পরে আমার সাথে আর কিছু ঘটে নি।
কিন্তু ২দিন পরে আমি পুরো ঘটনা টা আমাদের এলাকার একজন হুজুরের সাথে শেয়ার করি যিনি ভূত জিন সম্পর্কে জানে ভালো। পরে উনি আমাকে জানায় এটা কোন ভালো জ্বীন।
বিপদে পড়েছিল তাই এসেছে, আমি
বিড়িয়ানি দিয়ে ভালো কাজ
করছি।
এই
ছিল ঘটনা।
কেমন
লাগলো আজকের ঘটনা?
Post a Comment