Header Ads

দুষ্ট জ্বীন ।। The Demon

 

দুষ্ট জ্বীন

 


চট্টগ্রাম আগ্রাবাদের ঘটনা।ঘটনা আমার সাথে ঘটে। আমি শবনম বলছিলাম আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। সাল 2020 জানুয়ারি মাস,,মামাতো বোনের বিয়ের উদ্দেশ্যে গেলাম চট্টগ্রামে।।বিয়ের দাওয়াত খেয়ে চট্টগ্রামে আমার নানার বাসায় বেড়াতে গেলাম। কিছু দিন ভালোই কাটছিলো,,দুপুরের খাবার খেয়ে শুয়ে ছিলাম খাটের উপর,,পাশে আমার আন্টি ঘুমিয়ে ছিল,,হাটু দুইটা ভাজ করে চিত হয়ে শুয়েছিলাম।

 

 

একটু চোখ টা বন্ধ করলাম অমনি ১০ তলা থেকে মনে হলো কেউ আমাকে ফেলে দিয়েছে এবং সাথে সাথে আমার শরীরে প্রচন্ড রকমের ঝাকুনি অনুভব করি,,শরীর টাও সাথে সাথে ভারী হয়ে যায়,, যাক ভাবলাম যে হয়তো স্বপ্ন দেখেছি,,তো এবার আবার চোখ বুজলাম সেম একি ঘটনা,, যাইহোক এবার একটু কাত হয়ে শুইলাম,,এবারও মনে হলো যেন কেউ আমার মুখে চামড়া একত্রে রাবারের মতো টেনে ধরে ছেড়ে দিয়েছে,,বুঝাতে পারছি কিনা জানিনা,,একটা রাবার কে অনেক টেনে ধরে হাতের উপর ছেড়ে দিলে যেমন ব্যথা পাওয়া যায় ঠিক সেরকম তবে আমি ব্যথা পাইনি শুধু সমস্ত শরীর টা একটা ঝাকুনি দিয়েছে।এরকম কয়েকবার হল,,যতবার চোখ বন্ধ করতে চাইছি ঠিক ততবার,, পরে আমি কোনো ভাবেই ঘুমাতে পারলামনা এই দিনের বেলাতেও,,যাইহোক দোয়া পরে বসে রইলাম,,পরে আমার আন্টি কে শেয়ার করলে বলে এই ফ্ল্যাট টা তে জ্বীন আছে।।আমিতো পুরাই ভয় পেয়ে গেলাম,,তার মানে এতক্ষণ আমার সাথে যা হইছে সব জ্বীনেরা করেছে।। পরে আন্টি বলতে শুরু করলো এই বাসাটায় তারা থাকার আগে আরেকটা ফ্যামিলি ছিল তাদের একটা মেয়ের সাথে কিছু ঘটনা ঘটে,,মেয়েটা আন্টির বান্ধবী ছিল।

 

 


 

মেয়েটা ঘুমাচ্ছিলো রাতের বেলা,,মেয়েটার চুল কে যেন ধরে টান দেয়,,মেয়েটা ভাবছে তার ছোট ভাই মনে হয় দুস্টামি করতেছে কিন্তু লাইট জালিয়ে দেখে তার ভাই ঘুমাচ্ছে।।সে আবার শুয়ে পরলো আবারও একি ঘটনা,, এবার সে লাইট জ্বালিয়ে রাখলো কিছুক্ষন,,তারপর শুয়ে পড়লো,, এবারে সে দেখল তাকে চুল ধরে টেনে হিচড়ে কেউ নিয়ে যাচ্ছে কিন্তু কাউকে দেখা যাচ্ছেনা,,শুধু তার চুল গুলো হাওয়ায় ভাসছে,, তাদের ওয়াশরুমে নিয়ে তাকে ফেলে রাখে,,মেয়েটা জ্ঞান হারায়,,সকাল হয় এবং সবাই মেয়েকে না পেয়ে খুজতে থাকে,, ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ মেয়ে গেলো কই,,কি ব্যাপার তারা কিছুই বুঝে উঠতে পারছিল না,,তারপর মেয়েটার ছোট ভাই বাথরুমে যাবে দরজা ধাকাচ্ছে কিন্তু দরজা খুলছে না দরজাটা বাহিরে থেকে লক করা একি সাথে ভিতর থেকেও লক করা,,

 

 

 

তারপর তার মা বাবা দুইজনই যায় বাথরুমে দরজা খুলছেনা কেনো,,দেখে বাহিরে থেকে লক করা,,দেন ছেলেকে বলতেছে দরজার লক না খুলেই দরজা ঠেলতেছস তো খুলবে কেমনে,,এই বলতে বলতে দরজার লক খুলে ঠেলা দেয় কিন্তু দরজা খুলছে না,,পরে তাদের আর বুঝতে বাকি থাকেনা যে কিছু একটা সমস্যা আছে,,পরে মেয়ের নাম নিয়ে জোরে জোরে ডাকতে থাকে কিন্তু কোনো সারা শব্দ পায়না,,শেষে দরজা ভেংগে দেখে মেয়ে পরে আছে ফ্লোরের উপর,,,চুল এলোমেলো শরীর ভিজা,,তাকে নিয়ে রুমে যায়,,মেয়ে জ্ঞান এলে সব ঘটনা খুলে বলে,, তারপর তারা হুজুর এনে ঝারফুক করে মেয়ে ভালো হয় পরে বাসা ছেড়ে চলে যায়,,জানা যায়,, বাসা টা ভাড়া হওয়ার আগে এটা একটা মাদ্রাসা ছিল,,পরে তারা অন্য ফ্লাট শিফট করে,, মাদ্রাসার ছাত্র দের সাথে সব সময়ই জ্বীন ঘুরে,,তাই হয়তো কিছু দুষ্ট জ্বীন এখানে থেকে গেছে আর মানুষ কে জ্বালাতন করে,,এই ছিলো ঘটনা,, কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।ভালো লাগলে শেয়ার করবেন,,ধন্যবাদ।


Unique Code wait

No comments