Header Ads

কালো জাদু সতিনের জন্যে । The Black magic

 

কালো জাদু

 



অনেক বছর আগের কথা খুলনা শহরে বাস করতেন রাখি নামের এক মহিলা। রাখি বিয়ের পর স্বামীর ঘরে গিয়ে প্রতারিত হয়েছেন। স্বামীর আগেই একটা বিয়ে করে ছিলো ফলে তাকে সতীনের সাথে ঘর করতে হচ্ছিলো। তিনি ছিলেন বড় বৌ এর চোখের বালি। একটাসময় রাখি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। নাক দিয়ে এমনি এমনিই ',ক্ত পড়তো, '..ক্ত বমি হতো কোন ডাক্তার কবিরাজ দেখিয়ে যখন কোন কাজ হচ্ছিলো না, তখন শীতলাবাড়ির মোহন নামের এক তান্ত্রিকের খোঁজ পান তিনি। মোহন রাখির সব কিছু শুনে বলেন যে তাকে বান মারা হয়েছে। আর কাউকে বান মারলে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে।  ✔️✔️ ভিডিও রেফারেন্স

 

 

 

 

তান্ত্রিক বললেন, কে বান মেরেছে তা বলার ক্ষমতা আমার নেই কিন্তু ধরার ক্ষমতা আছে। কিভাবে? মোহন রাখিকে বললেন তার বাম হাতটা সামনে রাখা গামলার পানির ভেতর চুবিয়ে রাখতে। তারপর হালকা স্বরে কিছু একটা পড়ে পানিতে ফুক দিলেন। পানিতে হাত চুবিয়ে রাখার বেশ কিছুক্ষন পর রাখি দেখলেন যে তার কপাল অবিরত ঘামছে। তান্ত্রিক তখন রাখিকে বলেন, আমি বিপরীত বান মেরে দিয়েছি ফলে আপনার ওপরকার জাদুর প্রভাব নষ্ট হয়ে গেছে। অন্যদিকে যে বান মেরেছিলো সে এখন আক্রান্ত হবে। এরপর থেকে রাখি ধীরে ধীরে সুস্থ হতে থাকে আর তার সতীন অসুস্থ হতে থাকে। রাখি তার অসুস্থ সতীনকে নিয়ে মোহন তান্ত্রিকের কাছে গেলে সেই সতীন সব স্বীকার করে যে সে নিজেই বান মেরেছে। সে তার দাদীর কাছ থেকে এটা শিখেছিলো। তার দাদী কালোজাদুর চর্চা করতো।

 

 

 

 

তার দাদী কালোজাদুর চর্চা করতো। প্রথমে একটা পেরেক টাইপের গজা লোহা জোগাড় করে সেখানে রাখির নাম, রাখির মা-বাবার নাম, আর জন্ম তারিখ খোদাই করে রাখির মাথার কয়েকটা চুল দিয়ে জড়িয়ে তা জাদু করে একটা বড় কাঠাঁলের মাঝ বরাবর ভরে রেখে দেয়। এদিকে কাঠাঁল দিনকে দিন পচঁতে থাকে আর রাখি অসুস্থ হতে থাকে। কাঠাঁল একদম পচেঁ গেলে রাখি মারা যেত। অবশেষে রাখি সেই স্বামী আর সতীনের ঘর ছেড়ে চলে আসে এবং পরবর্তীতে অস্ট্রেলিয়া প্রবাসীকে বিয়ে করে এখন অস্ট্রেলিয়াতেই আছেন।


Unique Code wait

No comments